ফিরবো জেনেইতো আজ পথে নেমেছি
                 জীবনের সর্বত্র সংগ্রামেই থেকেছি
                 রোজের এ রক্তক্ষয় যদি না থামে
                 তবে এসো আজই সব রক্ত ঢেলে
                 রক্তের ঋণ শোধে নিজেরে সঁপেছি ৷
                  নিত্য নীচু হ’তে চলা শিক্ষার মান
                 বেকারের সংখ্যাবৃদ্ধিতে আগুয়ান
                 কিম্বা দুর্নীতির বেহিসেবী পরিমান
                  আর মা-বোনের নিত্য অপমান
                   আমাদের রক্তে তুলেছে যে ঢেউ
                   তা থামাতে পারবেনা আজ আর কেউ ৷
                    জনতার হাতই জেনো শক্ত হাতিয়ার
                    তা দিয়েই করবো আজ অন্যায়ে চুরমার ৷
                   তাই বলি বন্ধু হও এখনি হুঁসিয়ার
                   এখনো সময় আছে সুপথে ফেরার
                    নাহলে শেষ রক্তু বিন্দু দিয়ে আমার
                    গড়ে তুলবো জাতির গৌরব-মিনার ,
                    এভাবে গড়বো জাতির অমরত্ব অধিকার ৷
.................................................................................................................