সেক্সপিয়ার স্মরণে ঃ(২৩/৪)
সাহিত্যের দিকচক্রবালে
সবে যবে ফুটেছিল আলো
প্রভাতী সূর্য্যের অন্তরালে
নেমেছিল মেঘ কালো
তখন তোমারই উদয়
পশ্চিম আকাশে রঙ ছড়ালো,
বরফ গলানো সময়
মেঘের দেশে জল ঝরালো ৷
তখনই তোমার কলমের ঝর্ণা্
কত না জীবন ঝলসালো
তাই নাটকের প্রতি পদে
নায়কের মন চমকালো ৷
তোমার তৈরী পুতুল
ম্যাকবেথ ,ওথেলো ,সিজার ,
কত শত ক’রৃ গেল ভূল,
ব্রুটাস হল স্তুতির নাকাল ;
অবশেষে নামে যবনিকা
মঞ্চে মঞ্চে নিভে যায় আলো ,
তুমি যাও রেখে যে আলোক বর্তিকা
দেখে তাই সবে অশ্রু ঝরালো ৷