……………………………………………………………..
পুরীর রথ
রথ আর রথের মেলা আছে বহুস্থানে
তবু কেন আষাড়ে পুরী মন টানে
সে কি ঐতিহ্য্ না ঐশ্বর্য্য তা না জানি
তাই ‘ফনী’বিধ্বস্ত পুরী তার ভীড়ে নেই হানি ।
কি আছে সত্য সুভদ্রা ,বলরাম ও জগন্নাথে
আর কি সম্পর্ক তাদের শ্র্রীচৈতন্য সাথে ,
ভেবে ভেবে কোন কিনারা না পায়
রসি ছুঁয়ে রথ টেনে কোন আনন্দ পায় ,
জানতে তো চায় ,কিন্তু কে বল জানায় !
পুরী থেকে মাহেশ,মহিশাদল ,কত শত স্থানে
সহস্র লোকে কি বিশ্বাসে জানিনা রথ টানে !
রথ কি গতির প্রতিক !তাই যারা অগ্রগতি চায়
সংসারকর্তা থেকে দেশের নেতারা সবাই
কেউ হতে রথী,কেউ পেতে গতি রথে করে সম্মান
এইসূত্রে পায় মোরা সখা কৃষ্ণ ও চৈতন্যর সন্ধান ।
তাই বুঝি ‘ফনী ‘র দাপটে পঙ্গুপ্র্রায় নগরীbসে পুরী
রথের কল্যাণে দেখায় দুঃখ ভোলার বড় চাতুরী