প্র্র্তিবাদ (জনৈক বন্ধুর জবানীতে )
মৃত্যু তুমি কেন আস আচম্বিতে
কোন সঙ্কেত না দিয়ে আগে
তোমার যাত্রা যে পথে পথে
সেখানে কেন সংশয় জাগে ।।
শুনি বল তো বারেবারে
সব সুখ ছোট পরিবারে
কিন্তু একমাত্র সন্তান যার
কর্মসূত্র্রে থাকে দূরে বাইরে
মৃত্যু সংবাদ আমার
পায় যদি সে মাঝরাতে
দুদিন পর আসবে ঘরে ,
তাই মৃত্যু ,বলি শোন তোমারে ;
মৃত্যুর কিছু আগে পাঠাও সঙ্কেত
তাতে লাভ হবে বহু পরিবারে ।````````````````````````