পয়লা জুলাই
আজ সেই স্মরণীয় দিন
যেদিন জন্মদিন-মৃত্যুদিন
একসাথে হয়ে লীন ,
হেথা নিয়ে এলো ফের দুর্দিন ;
বিশ্বে বন্দিত গৃহস্থের ডাক্তার
মরা বাংলার নব রূপকার,
নিল হেথা চির বিদায়
বাংলাকে ক’রে অসহায়
উন্নতির আশা ক’রে ক্ষীণ ।
গড়ে ‘সল্টলেক’,কল্যাণী,হরিণঘাটা
দুর্গাপুর শিল্পনগরী ,চিত্তরঞ্জঞ্ন কারখানা,
গড়ে ‘জলাধার.’নালা’,ক’রে বন্যারোধ
তারসাথে বাড়িয়ে জমির সেচের সীমানা
আর হেথাসেথা বাড়িয়ে কাজের ঠিকানা
বাংলায় নিয়ে এল নব জাগরণ
আজ তাকে নয় শুধু স্মরণ;
প্র্রতিজ্ঞা তাঁর পথে র’য়ে আমরণ