যে নারীসৃষ্টিকত্রী সৃষ্টিধর্মী মহিয়সী
তার গুণকীর্তনে কেন নির্দিষ্ট দিন ,
ভেবে গেছি শুধু পায়নি উত্তর
বেদে ,পুরাণে ,মহাকাব্যে দেখেছি
যখনই এসেছে দিন রঙীন বা সঙীন ,
তখনই লয়েছি তো নারীর স্মরণ
দেবীরূপে ,কত্রীরূপে করেছি ভজন
আর সংসারে করেছি নির্ভরতা অর্জন ।
এস সদা তারে করি শ্র্দ্ধা অর্পণ ,
কোন একদিন নয়, প্রত্যহ জীবনভর ।
………………………………………………………………….
c
বিধাতার অমরসৃষ্টি তুমি নারী
সকল ভাবনার সফল কান্ডারী ।
তুমি জননী সৃষ্টিময়ী
তুমি ভগিনী হাস্যময়ী
তুমি তো প্রিয়া লাস্যময়ী ,
তুমি কন্যা স্নেহময়ী ।
তুমি নন্দিতা, তুমি নিন্দিতা
সদা করুণায় বিগলিতা ।
এ জগতে দেখি যা কিছু
তুমি আছ সবেরইই পিছু ,