যখনই কিছু ভাবতে যায়
আপনা থেকে যেন হারিয়ে যায় ,
জানিনা কোথা সব শুরু ,কোথা তার শেষ ,
ভেবে দেখি আমিতো প্রত্যহের অবশেষ ৷
সারাদিনে বহু চিন্তায় ডোবে মন , ;
কিছুতার থাকে ,কিছু হয় বিসর্জন ,
অজস্র মুখ দেখি ভাসে চারিপাশে ,
কিছু রাখে স্মৃতি কিছু হয় বিস্মরণ ৷
তবুও সে মন থাকে একান্ত আমার ,
সেখানটা শুধু টুকরো স্মৃতিতে একাকার ;
পেয়েই যেন সময় আসে হারাবার ,
আর না পেলে উঠে যত হাহাকার ,
আধখানা রুটি সাথে ছেঁড়া ট্যানার ,
তারপরও শব্দ উঠে ছেঁড়া কাঁথার ,
উপর ঝরে পড়া খুচরো পয়সার ;
তার মোহেই জাগরণ ভালবাসার,
যার গুণে সুর তোলে জীবনের সেতার ৷
তবু বুঝিনা এ মন কেমন ৷