মাতৃভাষা        কবি তুমি কি শুনছো !ওরা   ওই কাঁদছে
           কবরের নীচে ,চিতায় শুয়ে ওরা কাঁদছে ;
           ওরা ভাষাশহীদ ,ভাষার জন্য দিল প্র্রাণ
           শুধু ভাষাপ্রীতি ছাড়া চায়নি প্র্রতিদান  ৷৷৷
           আমরা পারিনি দিতে তাদের সেটুকু তৃপ্তি
           কারণ ছিলনা ভাষাপ্র্রেম ,দেখেছি দীপ্তি ৷৷
           মোদের ভাষার খুঁজেছি যে অর্থকরী মান,
দেখিনি ঐতিহ্য ,বিজ্ঞান ওসাহিত্যিক প্রাণ ;
           আমরা এমনি অবুঝ,মা’র অধম সন্তান
           মায়ের স্নেহেরও   খুঁজি আর্থিক মান  ৷৷৷                                
            কবি তুমি জাগ জাগাও ওদের চৈতন্য
            যেন দরিদ্র জননীর স্নেহেও হয় ধন্য ,
             নইলে যে রাষ্ট্রসঙ্ঘ দেওয়া সম্মান
             অচিরেই অবহেলায় হ’য়ে যাবে ম্লান ৷
             কবি  শোন,তোমরা রক্ত দিয়ে গড়েছ যে পথ
             সে পথ হবে নাছাড়া , আমরা নিলাম শপথ
             কোনদিন রুদ্ধ হবেনা মাতৃভাষার প্র্রগতি-রথ
             তার সর্বত্র ব্যবহারে দেখাব অসীম হিম্মৎ ৷৷
          
দিব             মাতৃভাষাদিবস স্মরণে স স্মরণে