মাতৃদিবস     ----
মা নয়তো শুধু এক শব্দ মাত্র্
উচ্চারণে শীতল কেন তবে গাত্র্
অর্থবহ এ শব্দে সকল ভাষা ,
মনে জাগায় ভরসা আর আশা  ।।
উচ্চারণে সব মনে আনে তৃপ্তি
শিশুমনে বৃদ্ধজনে পায় দীপ্তি  ।।।
মা শব্দে মনে জাগে বরাভয়,
উচ্চারণেই সব বাধা হয় জয় ।।।
আমাদের জীবনের সব মরশুম
মা শব্দেই ভাঙ্গে সদা চেতনার ঘুম ।।
বছরে একটা দিন নয় মাতৃস্মরণ
মাতৃমন্ত্রে প্র্তিপলে হোক রক্তক্ষরণ
…………………………………………