জ্ঞান হওয়ার সাথে সাথে ছেলেটি জেনেছে
মা তার গেছে স্বর্গে চ’ড়ে যমের রথ ;
সেই থেকে সে মনমরা,শুধুই খুঁজেছে
স্বর্গে যাবার সহজ সরল একটা পথ ৷
কেউ হেসে কেউ কপট গম্ভীর বেশে
দিয়েছে নানাভাবে নানা পথের হদিশ
তারই মাঝে বহু অলীক মায়ঃর পরশে
সে পেয়ছে নানা জ্ঞান ,নয় আর নবীশ ৷
কখনো পেয়েছে একবাটি দুধ আর খাস্তা
তাতেই পেয়েছে বল ,ধরেছে স্বর্গের রাস্তা ৷
কঠিন সে পথ সত্য আর ন্যায়ে ঘেরা
সে পথ ধরলে আর যায়নাকো ফেরা ৷
সে পথে রয়েছে বহু সুখের স্বপ্ন
পথের ক্লান্তিতে হয়েছে সহজে অবসন্ন
আর স্বপ্নের ঘোরে হয়েছে সে রাতের রাজা
যদিও দিনের দুঃখে কষ্টে জীবন হয়েছে খাজা ৷
৷