প্রতি বছরের মতই
এবারও হাজির মহালয়া
ছায়ারা কায়া হয় তাই
মায়ার সে আলেয়ায় ।
যারা গেছে আজ পৃথিবী ছেড়ে
সুখেই করেন স্বর্গবাস
প্র্রীতির সমন পাঠাল তর্পন
তাই পায় তাঁর সেবার আশ্বাস ।
আর বিশ্বাসে ভড় ক’রে
জ্বালা এদিনের দীপমালা
আঁধায ঘোচায় ঘরে ঘরে
আনে স্বর্গীয় আশিসের থালা ।
জলাশয়ে জলাশয়ে হয় তর্পন
পিতৃপক্ষে পূর্বপুরুষে স্মরণ
দেবীপক্ষের হয় যে বরণ
হয় জগন্মাতার আবাহন ।
মন্ডপে মন্ডপে চলে মঞ্চসজ্জা
গৃহে গৃহে আসে সুন্দর ভূষণ
স্মৃৃতিতে ভাসে দেবীর রণসজ্জা
বীরেন্দ্রের দরাজকণ্ঠে স্তত্রোপঠণ ।