আমার গর্ভধধারিণীকে কখখনো  দেখিনি
               জ্ঞান হ’তে যাকে আমি মা ব’লে  চিনি
              সেই আমায় দুধেভাতে করেছে মানুষ ,
              আর মনে জাগিয়েছে স্বপ্নের ফানুস ,
              সেই ফানুসে চড়েইতো এতটা দিলেম পাড়ি
              তারই আশ্বাসে কষ্ট ক’রে গেছি ‘স্কুল’বাড়ী ৷
              তারই ভরসায় এগিয়েছি যে ধাপে ধাপ
              সত্যিই কি আছে কোন স্নেহ মাপার মাপ 1
              পিতাকে এড়িয়ে তারই কাছে করেছি আবদার
          ছোট ভায়ের সবকিছুর হ’তে দাবীদার ৷
          কোন বিকল্প নয় সে , কেন তবে বিমাতা 1
          এ বিশিষ্ট মায়েতো পাঠিয়েছেন বিধাতা ৷
          না হলে কী্ করতো সব ‘মা হারা ছেলে      
          বিশ্ব যেত তাকে চিরদিন চরম অবহেলে ৷
          দেবকীর চেয়ে হীন কিসে বল যশোদা
          পৃথিবীতে সেই জানি শ্রেষ্ট এক বিমাতা ৷
…………………………………………………………………………………………….
………………………………………………………………………………………….