কারগিলে
               গ্রীষ্মের দাবদাহ আর অজস্র বারিধারা বর্ষার
                        সবকিছু অগ্রাহ্য ,অমান্য হিম ক্ষুরধার ,
                       উত্তর সীমান্তের রক্ষী তোমরা কয়জন
                      আমাদের নির্ভয়ে রেখেছ তো সর্বক্ষণ ।
                      তাই কারগিলে গোপনে শত্রুরা যখন
                      আচম্বিতে করল গুলি,মর্টার বর্ষণ
                     আর পুঞ্চ ,লে,বাতালিক ,ও দ্রাস
                     আক্রমণে জনমনে জাগাল ত্রাস ,
                    তখন তোমাদেরই রক্তে ভাসল পথ
                  প্রাণ দিয়ে রাখলে দেশরক্ষার শপথ ।
                  তোমাদের এ আত্মত্যাগ ,রক্ততর্পণ ,
                 দেশবাসী মনে রাখবে জেনো সর্বক্ষণ ।
                 জঙ্গীদমনে তোমরা পেলে আসন শ্রদ্ধার ,
                দেশদ্রোহী যাদের আশ্রয়ে থাকে হানাদার;
                তারা কি পাবেনা কভূ বিবেক দংসন ?
              কারগিল স্মরণে তাই ভাবি সর্বক্ষণ।