ইতিহাতুমি কয়েকটা জীর্ণ ছেঁড়া পাতা
বর্ষায় ভিজে স্যাতসেঁতে
অবজ্ঞায় অনাদরে তাতে পড়েছে ছাতা ৷
তুমি কয়েকটা সাল তারিখ মনে হয়
কিম্বা চক্রান্ত আর খুনোখুনির কথা ,
কিন্তু তুমি সত্য হয়েও অবজ্ঞেয়
তোমার গায়ে লাগানো হয় রং ,
তুমি যেন দরবেশ ,এক অনুক্ত সঙ্ ৷
কিন্তু কেন 1নিজেকেই কি
প্রশ্ন করেছ কোনদদিন 1
করেছি বহুবার বহুদিন
কিন্তু পায়নি কোোন সদুত্তর ৷
তবু মনেমনে বুঝেছি
মানুষের অগ্রগতির
তুমিইএকমাত্র পাথেয় ৷
জানি তোমার অস্তিত্ব ই বিপন্ন
জীবন-নাটকের অসংখ্য নায়কের ভীড়ে,
তবু তুমি সবকিছু সামলাও নিজস্ব পথে
শ্রেষ্টকে দিয়ে শ্রেষ্ট সন্মান
আর হেয়কে করেছ হেয় ৷
………………………….. …………………………….
মোবাইলে কিস্তিমা
সকে ঃঃঃ