বহদিনন ধ’রে বিশ্বের ঘরে পুঁজিবাদী জামানায়
বঞ্চিত হয়েছে কৃষক ,কুলী ,শ্রমিকেরা সদায় ।
তারা ঝরিয়েছে ঘাম ,দিনরাত অবিরাম
তবু পায়নি দুবেলা খাবার সঠিক দাম ।
। গিয়েছে শরীর ,শিথিল হল বাঁধন গূহীর
শান্তি গিয়েছে উড়ে মন শুধু হল অধীর ।
ধীরে হল শ্র্রমিকের বহু সংগঠন
এভাবে ফ্রান্সে বৃটেনে হল শ্রমিক জাগরণ
তার প্রভাবে জাগে কানাডার শ্রমিকগণ
আর আমেরি\কায় শ্রমিকেরা পায় সমন ।
সেথা বড়জমায়েত হয় ‘হে মার্কেট ‘স্থলে,
তাদের হটাতে সেথা গুলি গোলা চলে,
এঙ্গেল ,ফিসরাদি চার নেতার হয় ফাঁসি
ক্ষুব্ধ হয় তাতে বিশ্বের অনেক অধিবাসী ।
বিক্রী হয় লোলুপ নেতা কিছু বাকি কিছু বন্দী
তবুও আন্দোলন চলে ব্যর্থ হয় সব ফন্দি ।।
অবশেষে আঠার শ নব্বই মে’র পয়লাতে
আট ঘন্টা কাজের শর্ত এল শ্র্রমিকের হাতে ;
সেদিন হ’তে সব শ্র্র্রমজীবি জন-পরিজন
আজকের শুভদিন আনন্দে করে পালন ।।।