বুদ্ধ পূর্ণিমা
আজ হল আমাদের প্র্রিয় বুদ্ধ পূর্ণিমা
এদিন স্মরিব সবে বুদ্ধের গরিমা ৷
কিন্তু বৌদ্ধেরা যদি আজ
প’ড়ে নিয়ে সৈনিকের সাজ
ভূলে তাঁর ত্যাগ ও অহিংসা কাহিনী
সীমান্তে সাজায় শুধু সৈন্যবাহিনী ,
দেয় সদা যুদ্ধের তরপানি
আর ফুলিয়ে তাদের গর্বিত বুক
বিশ্বে সকলে ভাবে আহাম্মুক ;
তবে কি সার্থক হবে বুদ্ধ শরণ !
অক্ষত রবে কি পাপিষ্ট এ মন ?
না তাঁর অষ্ট মার্গে না করলে গমন
বৃথা জেনো বুদ্ধপূর্ণিমা পালন