গুরুu ব্র্র্রহ্মা গুরু শক্তি গুরু তো পূর্ণজ্ঞান
ভক্তি দিয়ে তাঁর মূল যদি করি সন্ধান ।
ভক্তিতে সৃষ্টি প্রভু কোন আদর্শ গড়িনি চিতে
তুমিই দেখালে সত্য বড় আর তা সবার হিতে ।
আজ সেই কৃষ্ণ শিষ্যে ক’রে যোগী
আপনি নিরাসক্ত সকলের পাপ নিয়েঞ্চানতাপস রোগী ।।
তুমি এলে হেথা মর্তবাসীর ভালবাসার টানে
দীক্ষা নিলে সর্বজননে শিক্ষা আর প্র্র্রেম দানে ।।
সাম্য্যের বাণী দিয়ে সে বিশ্ব ধর্মসভায়
আনন্দ দিল দেশবিদেশের সকলের হিয়ায়
বিশ্বে বিবেক বন্দিত হল অশেষ শ্র্রদ্ধায়
গুরু শিষ্য একসাথে সানবের বন্দনা গায় ।।
প্রচার
নিরাকার ব্র্র্র্রহ্মে দিলে চিদানন্দ
যযি চাও ভক্তিভরে তবে সন্ত্রাসহীন কর বিশ্ব প্র্রেমের ছোয়ায়
…………………………………………………………..
তাঁরে বক্ষে দিতে ঠাঁই