হার মানবোনা ব’লে করেছিলে অঙ্গীকার
বহু অসুবিধার মাঝেও তা ভোলনি বারবার ।।
তবুও মানতে হল হার
একবার,মাত্র একবার
এপার থেকে ওপার,
হ’তে মৃত্যুসাগর পার ,
পেলে তার হুঙ্কার
কিছুদিন পঙ্গু ক’রে রাখার ;
তারপর চিরমুক্তি
পেলে আজকের মতন
তাই তোমার হাসি এমন
আর আমাদের চোখে ক্রন্দন ।
হৃদয় নরম হলেও মন নয় দুর্বল ,
তাই গ্রাহ্য নয় বিদেশী হুঙ্কার ,
তাদের চোখরাঙানি বারবার,
তাই বুঝি বিজ্ঞানের সহায়তায়
পোখরান ভরালে আণবিক ধোঁয়ায় !
ভারতরত্ন তুমি তবু রত্ন নেই ঘরে
সব রত্ন জমা রাখ মানুষের অন্তরে ।
জ্ঞান,বীর্য্য,চিন্তা,ধৈর্য্য এহেন সব রত্ন
জনকল্যাণে তুলে রাখ ক’রে যত্ন ,
ক’রে সদা সত্য শিবের ধ্যান
এভাবেই হলে চির অন্তর্ধান ।
তোমার সুনাম তাই আজ বিশ্বময়
ভারতরত্ন নও শুধু,তুমি বিশ্বতনয়