দিখ ভুলেছে পথের বাবুই ডাকলে কি দিবে সাড়া!
কিসের সরৎ কিসের বসন্ত কিসের বৃষ্টি খরা,
চোখ যেতা যায় সেতা চলে নাইকো চলতে মানা।
দিখ ভুলেছে পথের বাবুই ডাকলে কি দিবে সাড়া!  
কিসের আশা কিসের বাসা তাতে কি আসে যায়
সে তো তার ভাবে মত্ব কে তাকে সুদায়?
গন্তব্য তার কোথায় গড়াবে কে দিবে তার লাড়া
দিখ ভুলেছে পথের বাবুই ডাকলে কি দেবে সাড়া!
বাবুইটার যে দুটি ডানা এটা কিসের ভাবনা
একটা ছিরলে না কি জুড়ে দিতে অনেক বাবুই খাড়া।
দিখ ভুলেছে পথের বাবুই ডাকলে কী দেবে সাড়া