রাত্রি দুপুর পূর্ণিমাতে, শশীর কিরণ
নিখিল ভুবন তার পরশে দারুন মাখায়।
তোমার হাসির নীল জোছনা, আমার হৃদয়
তার চেয়েও অধিক ভাসায়।

নীল গগনের ললাট মাঝে, একখানি চাঁদ
তাঁরার মেলা রাশি রাশি।
ভালবাসি বলেই বুঝি, তোমায় দেখায়
তাদের চেয়ে ঢের রূপসী।

নিশীথিনীর বুক ছেদিয়া, রবির প্রকট
যেমন সাজায় ভোরের কপোল।
তেমন সাজে যাচ্ছো কোথায়, ও প্রেয়সী
কন্ঠে পরে প্রেমের বকুল?

প্রেমের তোড়া হাতে নিয়ে, ঠায় দাঁড়িয়ে
তব হৃদ-কিনারায় দিন রজনী।
ভালবাসি নাইবা বলো, একটু তাকাও
বারেক ভিড়াও তব প্রেম-তরণী।।