কথা ছিল,
দিনের প্রথম প্রহরে-
জানালার রূপালি পর্দা ভেদ করে
ভোরের সূর্য আমাকে স্পর্শ করার আগে,
অধর পল্লবে, আলতো ছোঁয়ায় ললাটে চুমু আঁকবে।
কথা ছিল, আমার সাতসকালের ঘুম ভাঙবে
তোমার চা বানানোর কাপ-পিরিচ আর
চামচের টুং-টাং আওয়াজে।
কথা ছিল,
বসন্তের গোধূলি বেলায়-
আঙুলে আঙুল ছোঁয়ে,
এক'পা দু'পা করে হাঁটবো বিরান পথে।
গোধূলির অন্তিম কিরণ মাখবো দুজনায়
পশ্চিম দিগন্তে সূর্য ডুবার আগে।
কথা ছিল,
কোনো এক নৈশভোজে,
মোমবাতির আলোয়-
পাতে তুলে দিবে সাদা ভাত,
রুই মাছের ঝোল,
এক বাটি মুশুরের ডাল,
এক চিমটি নুন,
সাথে একটা কাঁচা লংকা।
কথা ছিল, সযত্নে তৈরি করবে
আমার জন্য তোমার বিশেষ রেসিপি
চিংড়ি মাছের মালাইকারি।
কথা ছিল,
অমাবস্যা পেরিয়ে ভরা পূর্ণিমাতে-
তাঁরা গুণার বাহানায় দুটি চেয়ার পেতে,
দু পেয়ালা চা নিয়ে
খানিক বসবো বাংলো'র বারান্দায়।
উঠোনের কার্নিশে হাতে হাত রেখে
জোছনায় ভিজবো আর্দ্র রজনী।
কথা ছিল,
অযাচিত যেকোনো বিষয়ে-
আমাদের রাগ হবে, মান হবে,
ঝগড়া-খুনসুটি সব হবে।
তথাপি ভালবাসা থাকবে অবিচল।
কথা ছিল, আমায় ডাকবে তুমি তোমার দেয়া নামে,
রাগে কিংবা অনুরাগে।
কথা ছিল, অনেক কথা।।