প্রেম!
আমার কাছে প্রেম মানে, বিস্ময় এক-আসমান।
প্রেম মানে-
তোমার প্রতি আমার এক অকৃত্রিম টান।
প্রেম মানে!
তোমার কাছে যাওয়ার আমৃত্যু আহবান।
প্রেম মানে- কেবল প্রণয় নয় প্রিয়,
প্রেম মানে-
তোমার তরে হৃদ-কোমলে স্পন্দন অফুরান।
প্রেমের রসায়নে-
দুটি হৃদয়ের কতটা মিশ্রণ ছিল
তা কেবল আমরাই জানি।
আমরাই জানি, প্রেম-তারল্যে কতটুকু
রাগ-অভিমান কিংবা আদর মেশালে
ভালবাসা কতটা ঘনীভূত হয়।
প্রেমের সবচেয়ে বড় উপাখ্যান কিভাবে রচিত হয়,
তাও আমাদের অজানা নয় নিশ্চয়ই।
চন্ডীদাস-রজকিনী কিংবা দেবদাস-পারু,
শিরি-ফরহাদ অথবা লাইলি-মজনু,
প্রেমের এমন অসংখ্য উপমা
ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়।
কেবল আমরাই জানি,
আমাদের প্রেম-পৃষ্ঠার ভাঁজে ভাঁজে
লাল ফিতার কি সুনিপুণ বেষ্টনী!
তোমায় পেয়ে গেলে,
ব্যর্থ হয়ে যেত এসব ইতিহাস-উপাখ্যান।
তোমায় পেয়ে গেলে,
না পাওয়ার মিষ্টি যন্ত্রণার অবসান ঘটতো নিমিষেই।
জাগতিক অনেক কিছুই ধ্বংস হয়ে যেতো
তোমায় পেয়ে গেলে।
হিংসায় জ্বলে-পুড়ে ছারখার হতো
অগণিত প্রেমপিয়াসী কপোত-কপোতী।
তবে সর্বাগ্রে বিনষ্ট হয়ে যেতো
আমাদের স্বরচিত নিখাদ প্রেম।
জানো'তো প্রিয়,
বিরহে 'প্রেম' অনন্ত যৌবনা ।।