কি মায়ায় বাঁধলে মোরে,
নিয়ে গেলে হৃদয় হরে;
বাঁধন তো আর নাহি ছিঁড়ে,
আজব মায়ার বৃত্ত।

এরূপ মায়া করলে সৃষ্টি,
মম হৃদ-বাগানে অনাবৃষ্টি;
তব বাচনভঙ্গি অতি মিষ্টি,
বজ্রের ন্যায় চিত্ত।

থাকে যদি এমন বাঁধন,
বিফল হবে আধেক জীবন;
এমন মায়ার কি'বা কারণ,
প্রকাশ করো তত্ত্ব।

অলীক মোহে বাঁধলে হৃদয়,
এ যাতনা প্রানে না সয়;
একবার এসো কিনে সময়,
বাঁধন খোলার নিমিত্ত।