জীর্ন কবিতার স্বচ্ছ প্রতিফলন
অনন্ত সমুদ্রের এককণা বালি
যান্ত্রিক সভ্যতার জীবন্ত কবরখানা
কবিতার বুকে বিরাজমান।
সূর্যের আলো শুষে নেয় কবিতা
তাপ থেকে উত্তপ্ত হওয়ার মতো
আশঙ্কা থেকে যায় তবুও
কাগজে কাগজে নিয়মিত।
রাত্রি থেকে তুলে নেওয়া একখন্ড
অন্ধকারকে আলো দেব বলে
ঘর্ষন কাগজে কলমে।
ভাষা থেকে ভাষান্তর সীমিত
ভাবনা অতি দ্রুত এখানে ওখানে
তবু যেন মনে হয়,মরীচিকা
কবিতার ব্রহ্মচারী শব্দগুলো।