সামনে নীল জলরাশি,উদাস আকাশ উপরে
ভাসমান মেঘ দু এক টুকরো
ফুলস্টপের মতো কালো চিল তারই মাঝে।
হৃদয়ে সেকেন্ডহ্যান্ড ভালবাসা তোর জন্যে
উগরে উঠতো মাঝে মাঝে আবছা ভাবে
রেণু রেণু হয়ে গড়িয়ে পড়তো তোর শরীরে।
তবে এখন নয়
অনেক আগের কথা এগুলো
যখন সারা বছর বসন্তের আনাগোনা ছিল
যখন ক্যানভাসে ফুটে উঠতো
তোর মুখ, তোর প্রজাপতি বুক
তুলতুলে নরম শরীরের বিশেষ অংশগুলো।
তবে কেন আজ
ক্যানভাসে রক্তাক্ত মুখ
বিষাক্ত ছোপ কেন বুকে
পিপাষিত কবিতা কেন পাতায় পাতায়।
তারপর
আটপৌরে ভালবাসা বৈশাখের এক চিলতে মেঘ
কাকের মতো রা রা চিৎকার
শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই
কোকিলের সুর বেসুর আজ তাই
অতলে তলিয়ে আছি,যদি হাত ধরো তাই।