পৃথিবী জুড়ে অজস্র কালো মাথা
উইপোকা ঘ্রাণ বিনীত স্বার্থ খোঁজে
কাকের মতো কা কা তারস্বরে
কি চাই শুধু তারা সবই বোঝে।
নিমজ্জিত ঘুমন্ত যৌবন তার
মেলে দিতে চায় শঙ্খচিলের ডানায়
চৈত্রে বৃষ্টি আশাতীত ভবিষ্যত
ক্ষীন আবেগে উদাসী হাওয়া মানায়।
'কী' চিহ্ন এঁকে নিয়ে ভবঘুরে
মেঠো রাস্তায় দু পা এক পা ফেলে
হাতিমাড়া থেকে আসা ভূতের দল
মানে বোঝে রক্তাক্ত চোখ মেলে।
কৃষক শান্তি ধান বোনা হলে মাঠে
উই-এর মতো বল্মীক তৈরী নেই
ঘ্রাণ নিতে জানে উইপোকারাই শুধু
কৃষকের জীবন কাটে মাঠে ঘাটে।
রাজ্য জুড়ে ঘোর অশান্তি শুধু
এধার থেকে ওধার যাওয়ার তাল
শ্রান্ত দেহে বিছানায় উপভোগ
পকেট খালি বিভাগীয় গোলমাল।
অন্ধকারে আংশিক মিঠা কথা
উইপোকা জীবন তাদের ভাললাগে
আমরাই শুধু এককোণে মুখবুজে
কালকের কথা বারে বারে মনে জাগে।।