চলেছি অশেষ সময়ের স্রোতে,
ছেড়ে জাগতিক মায়া।
হাঁটছি আমি কত মহাকাল,
সঙ্গী দুঃখের ছায়া।

সবাই অভিনেতা সেখানে,
নাটকিও তোমাদের মহা লোক।
মিথ্যা অনুভূতির তোর জোর কত,
সুখেও পোহায় শোক।

আমি থাকিনি সেথায় সাথে,
তাই নাম দিয়েছে উন্মাদ।
আমিও মেনে নিয়ে হেঁটেছি,
করিনি কোনো বিবাদ।

পরিশেষে পাগল সেজেছি,
ভেবেছি তোমাদের ভাবনার ঊর্ধ্বে।
কল্পনায় গড়েছি নিজ জগৎ,
যদিও বাস্তবে হেরেছি এ যুদ্ধে।

আমি চাহিয়া দেখি তোমাদের,
আহা মুখ গুলো কি করুন।
তোমাদের এ আঁধার ফুরবে কি,
আসবে কবে যে অরুণ।

আমি মনে মনে গাই নিজ গান,
তোমাদের মিথ্যা শোরে।
এভাবেই একদিন সমাপ্তি ডেকে নিবে,
থাকবে না আর এ ভবঘুরে।