বাড়িত কাইয়ো আছে?
খারান বায়ে আইসে।
কাই তোমরা ডাকান ক্যান?
ভিখারি মুই, মোক ভিক্ষা দেন।

আচ্ছা ভিক্ষা দিমো,
আগে কন ছওয়া পওয়া নাই?
আছে কিন্তু মোক দেহে না,
তাই ভিক্ষা করি খাই।

কি কন বাহে চাচা মিঞা,
এগলা কোনো কথা!
বাপে খায় ভিক্ষা করি,
থাকতে জুয়ান বেটা।

কন না আর দুঃখের কথা,
বুক কোনা ফাটি যায়,
বেটা হামার বোউ করিয়া,
আলাদা হাঁড়িত খায়।

ছোট থেকি মানুষ করলোং,
দিলোং বেটাক বিয়া।
বউ কোনা রোজ ঝগড়া বাজায়,
খাওয়ার খোটা দিয়া।

তাই নিয়া বেটায় ডাংবার আইসে,
লুংঙ্গি বান্ধি নেংটী।
হামরায় নাকি দোষী বাহে,
ওমার সংসারোত অশান্তি।

সেই থেকিয়া আলাদা খাং,
কপাল খ্যান পোড়া মোর।
কাজ কাম আর করবের পাং না,
গাত নাই সেই জোর।

আল্লায় দিছে ওমারো ঘরোত,
দুই দুইটা বেটা।
ওমাকো এমনে কাঁন্দা নাগবে,
যেদিন কপালোত পরিবে ঝাটা।