আফসোস হে মা জননী,
কিভাবে গড়লে সন্তান।
নেই তাদের মাঝে মানবতা,
শিক্ষিত তবে, সব মাস্তান।
মা জন্ম দিলে, দিলে বিদ্যার আলো,
দিলে জীবন গড়ার শিক্ষা।
সব দিয়েও মা দিলে নাতো,
মানুষ হওয়ার সুশিক্ষা।
ভাত খাইয়ে মারে মানুষ,
শিক্ষক দের করে অপমান,
সহপাঠীদের ধরে মারে,
মা হইলো নাতো, তাদের জ্ঞান।
না আছে এদের মনুষ্যত্ব,
না একজনও সত্য সৎ।
কিভাবে এই দেশ এগোবে,
এদের হাতেই যখন ভবিষ্যৎ।