না জানি আর কবে হবে দেখা
বসো আর একটু পাশে
জানো আজো রয়ে গেছো তুমি
আমার সকল অভ্যাসে

কেন বদলানোর চেষ্টা কি করোনি
নাকি আমার মত তুমিও,  চেষ্টা করেও পারোনি
ধরো সেরকমই কিছু,
কিছু ছাঁয়া আধাঁরেও ছাড়ে নাতো পিছু

আচ্ছা শোনো মনে কিছু প্রশ্ন
নিয়মিত ঘোর পাক খায়,
তুমি অনুমতি দিলে মন
শুধাইবার চায়

হুম দিলাম অনুমতি
সত্যি করে বলো তোমারে কী ভাবায় না আমার স্মৃতি

সেই মহূর্ত গুলো, প্রথম আমাদের দেখা
তুমি দুপুর রৌদ্র ঠেলে ফিরছিলে একা
সেই উষ্ণতায়ও আমি পেয়েছিলাম শীতল আবেশ
আহা কী মায়াবী মুখ খানা, আর কালো মাথার কেশ

রোজ থাকিতাম দাঁড়িয়ে,
তোমার ফেরার পথে তাকিয়ে।

জানো আমি আজো রোজ হাঁটি
তোমার ফেরার পথ খানা,
অপেক্ষায় বেলা ফুরায়,
ফেরোনা তুমি, সব কেমন অচেনা

তা আর সম্ভব নয়, যা তুমি চাও
তাই সব ভুলে নতুন করে এগিয়ে যাও

তুমি কি পেরেছো যেতে
আজো তো আহত, পুরোনো ক্ষতে

নিশ্চুপ কেন,  তুমি কি কাঁদছো,
এভাবে আরও বেশি, মায়ার বাধনে বাধছো

না কাঁদছি না,
আমার নেই কান্না
আজ উঠি, নিজের খেয়াল রেখো,
ভুলে যাও সবটা আর ভালো থেকো।

আচ্ছা তবে ভালো থেকো।