ধূলো মাখা ময়লা দেহ,
ভিজেছে পিঠ ঘামে।
দুবেলার রিজিক কিনছে তারা,
হার ভাঙ্গা নির্দয় শ্রমে।
পৃথিবীর ভূগোল নেই জানা,
আধুনিকতা নেই মালুম।
জানে শুধু সমাজের আঁধার,
অনাচার, খিদের জুলুম।
চাল চুলোহীন জীবন তাদের,
নেইতো ভিটে মাটি।
ফুটপাত নিয়ে রাজ্য তাদের,
দিবা রাত জুটে লাথি।
দুধের শিশু, দুধ ছাড়িয়া,
করছে অন্যায়, চুরি।
কখনোবা ভাঙ্গছে বাস্তবতা,
কোমল হাতে নিয়ে হাতুড়ি।
অন্ধ সমাজ দেখেনা তাদের,
উপেক্ষায় তাদের ঠাই।
অহেতুক কত ইমারত গড়লো,
তবে তাদের কথা কেউ ভাবে নাই।