জীবনকে উপভোগের বয়সে, সে উপার্জনে ব্যাস্ত।
উদয় হইবার আগেই, এ সূর্য গেলো অস্ত।

ছোট কাঁধে তার, কত যে দায়ভার।
বয়সের থেকেও বড়, এ গল্পের সম্ভার।

যে সময় শেখার কথা, যোগ বিায়গ গুন ভাগ।
সেই বয়সে করতে হচ্ছে, জীবিকার হিসাব।

ফোটার আগেই ফুল, গেলো যে ঝড়ে।
নিলো না কেউ তাদের খেয়াল, এত মানুষের সমারোহে।

তোমরা কী ভাবো তাদের কথা, তাদেরও হৃদয় ফাটে।
যখন  তাদের সম্মুখে, তোমাদের শিশুরা বই নিয়ে হাটে।

কি হয় যদি বুঝো আর, তাদের কে দাও মূল্য।
সহজ হবে যদি ভাবো, তারা তো, শিশু সমতুল্য।

যদি ভাবো, তারাও আমাদের মত একজন,
তাদের আছে,  হৃদয়,  আছে একটা মন।

কিন্ত তোমাদের ব্যাবহার, তাদের বাড়ায় কষ্ট।
আর তোমাদের কারনেই, পথ শিশু হচ্ছে আজ নষ্ট।

চলো হে জনগণ, তাদের পাশে দাঁড়াই,
অবহেলা না করে তাদের, বুকেতে জড়াই।

তোমরা তো করই কত মূল্য অপব্যায়,
দাঁড়াও যদি তাদের পাশে,  না করে অপচয়।
তোমাদের কারণেই হবে, কোনো অসহায়ের স্বপ্ন জয়।