ওঠ আবারও বীরেরা, আবারও জেগে ওঠ,
ছাতি খুলিয়া নামরে তোরা, দলে দলে ছুট।
দিগন্তে চাহিয়া দেখ উঠেছে, রক্ত লাল সূর্য,
এইতো লগ্ন আওয়াজ তুলিবার, বাজা তোরা তুর্য।
দেখ রাজ পথ আবারো ভিজেছে, ভাইদের রক্তে লাল,
বাংলার বুকে নেমেছে আঁধার, দোয়ারে দাঁড়ায়ে রণকাল।
ওঠ বাঙ্গালী ওঠ, আবারও জেগে ওঠ,
দেখ বইছে বঙ্গ জমিনে, ভাইদের রক্ত স্রোত।
যে ছাত্রের জন্যই তাদের মুখে, আজ বাংলা বুলি,
দেখ হানাদাররা তাদের বুকেই করছে কত গুলি।
তোল হে বাংলার দামাল, জোর আওয়াজ তোল,
তাদের বিরুদ্ধে, যারা খেলছে মোদের রক্তে দোল।
ওঠ বাঙ্গালী ওঠ, আবারও জেগে উঠ,
তোর পদতলে কাপে যেন, বাংলার রাজপথ।
সৈরাচারির আগাছা, উপরে তোঁরা ফেল,
মুক্ত দেশের মুক্তিরা, ভাঙ্গরে অমুক্তির জেল।
প্রয়োজনে বুক পেতে, লোহার বুলেট গেল,
তবুও তোঁদের থামাতেই হবে, সৈরাচারির খেল।
ওঠ বাঙ্গালী ওঠ, আবারও জেগে ওঠ,
৭১ এর দিনের মত, হওরে এক জোট।
চিন্তা চেতনাকে কর সংকলন,
দেখা আবারও সেই ৭১ এর প্রতিফলন।
নির্বাক না থেকে কর, মৃত্যু কে বরণ,
জেগে উঠ বাংলার দামাল, ৭১ কে কর স্বরণ।
ওঠ আবারও বীরেরা, আবারও জেগে ওঠ,
হাতে ওঠা অস্ত্র তোরা, ডাকরে তাদের মৌত।
মানেনি যারা শিশু কিশোর, করেছে অপহত্যা,
বাংলার জমিনের অসুখ ওরা, ভাগা সে কর্তা।
ওঠ বাঙ্গালী ওঠ আবারও জেগে ওঠ,
রক্তের বদলে রক্ত আন, তবেই শুকাবে চোট।