নির্মম বিষাদের আরন্য ভেঙ্গে,
ছিনিয়ে আনিবো তোমায়,
তুমি এক চিলতে একাবোধ,
আর আমি তোমার প্রণয়।
তোমায় দেখিতে যাবো সেথা,
যেথা বন্দী, পেরিয়ে প্রসাদ দুয়ার,
পারিবেনা আটকাইতে মোরে,
ঠেকাইবো সকল প্রহার।
চার নয় তাহারো অধিক,
যদি থাকে সমুদ্র, তবে দেব তা পারি,
আনিবো তোমায় ফিরিয়ে,
সকল বাধার বুক চিরি।
যদি তোমায় রাখা হয় বন্দি,
এক দৈত্য তার প্রহরী,
আমি তবুও আনিবো কাড়িয়া।
দানবের সহিত লড়ি।
যদি কভু কোনো পাচিল,
করে তোমাকে উত্ত্যক্ত,
চূর্ণ করিবো শত পাচিল,
ঝড়াইবো স্রোতে রক্ত।
যদি তোমার নাম নিয়ে ডাকে,
গভীর আঁধারের কোন ভয়,
আলো আনিবো নিজ হাতে,
আঁধার তারাবো, ভয় পাবে না আশ্রয় ।
আসিতে দিবো না শংকার আঁচ,
করিতে দিবো না অশুভ স্পর্শ,
যদি ঝড়ে তেমার অশ্রু জল,
তবে ক্রোধের অগ্নি মোর, করবে সব ধ্বংস।