সে ছিলো তোমাদের নগরীতে,
ধূলো মাখা গালিচা।
যাকে দেখেনিতো কেউ,
না ধরেনিতো কেউ।

ছিলো একখানা ছেড়া,
কবিতার খাতা।
কেউ পড়েনিতো কেউ,
না বোঝেনিতো কেউ।

আকাশ ছিলো কালো,
মেঘেরা ছিলো ভারি।
কেঁদেছিলো কেউ একজন,
শোনেনি তাঁর আহাজারি।

সে ছিলো ধূসর কালো মেঘ,
বর্ষনে ঝড়তো আবেগ।
সেই আবেগে ভিজতো সবে,
তবে চিনতো না সে মেঘ।

সে ছিলো জং ধরা একখানা,
দেয়াল ছবির ফ্রেম।
তাকে চায়নি কভু কেহ,
না দেয়নি তো প্রেম।

সে লুকিয়ে চুরিয়ে থাকতো,
গোপনে নিজেরে আঁকতো।
হয়নি প্রকাশ তার ছবিটা,
হয়েছে আরও সুপ্ত।