তোদের মা বোন নাকি কলিজা তোদের,
অন্যের বোন কি মানুষ না?
কি করে করিস নষ্ট তাদের,
হয়না তোদের করুণা?

তোদের আত্মা কাপে না,
নেই কি ভিতরে কোনো শিক্ষা?
কি করে করিস উপেক্ষা?
যখন কেউ তোর কাছে কাঁদিয়া ,
ইজ্জত খান চায় ভিক্ষা।

কিভাবে হস এত পাষাণ,
কোথায় তোদের মানসিকতা?
ঘরে কি নেই মা, মেয়ে তোদের,
ভেবে দেখ তুইও একদিন হবি পিতা।

একটুও হয়না দয়া তোদের?
নষ্ট করিস কারো সম্মান।
এর পরেও তোদের আঁশ মিটেনা,
ছিনিয়েনিস আবার প্রাণ।

বন্ধ কর হে পাপির দল,
পাপ করছিস আজ রক্তের তেজে।
উষ্ণ রক্ত হবে শীতল,
পাপ আসিবে আজাব সেজে।