তোমরা কি দেখেছো তাকে?
যে দিয়েছিলো কথা,
যে থাকবে পাশে আজীবন,
তৎপর দিয়েছে বিচ্ছেদের ব্যথা।
কই সে হাত খানা,
যে ধরেছিলো আমার হাত।
ছাড়বে না বলতে বলতে,
শেষে ছেড়ে দিলো সাথ।
নিখোঁজ সে, যার সাথে রোজ হতো,
প্রেম বার্তার বিনিময়।
নিয়েছে সে ছিনিয়ে আমার হাসি,
তার হৃদয়ে এখন অন্য কেউ রয়।
কই রে সে প্রেয়সী,
যে গাথিলো প্রেমো মালা,
এর পর পুড়াইলো হৃদয়,
করলো সে অবহেলা।
নেই আজ সে সঙ্গী,
মন খারাপের দিনের হাসি।
এখন বেলা ফুরায় বিষাদে,
তবুও পুরনো ভাবেই ভালোবাসি।