আচ্ছা প্রিয় চাঁদনী ওই রাতে,
যাবে কী আমার সাথে?
হাঁটবো দুজন মেঠোপথে,
গাইবো গান, হাত রেখে হাতে।
বসবো ঘাস ভরা মাঠে,
কোন এক বৃক্ষ তলে,
তুমি বসবে কোল পেতে,
আর আমি মাথা রাখবো কোলে।
সেদিন চাঁদ দেখতে, দেখতে,
আমি বলবো মনের শত কথা।
তোমায় জরিয়ে ধরে কাঁদবো,
চোখের অশ্রতে ঝরবে, সকল বিষন্নতা।
আমাকে প্রবল আবেশে জরাবে,
আবেগে তোমারো চোখে বইবে জল,
কান্নায় ভাসবে চারটি চোখ,
মুছবে সে চোখের জল, তোমার আঁচল।
ততক্ষণে জোৎস্না ডাকবে বান,
সুর, সুরে, বাতাসে উড়বে তোমার কেশ,
আমি মুগ্ধ নয়নে দেখবো সে দৃশ্য,
আমার হৃদয়ে ছড়াবে অনুভূতির রেশ।
চাঁদটা বাড়াবে তার আলো আরও,
তোমার মুখে হবে আলোর প্রতিফলন,
আমার বোকা নয়ন তাকিয়ে দেখবে
দুটি চাঁদের অদ্ভুত আকর্ষণ।
সেই রাতে, নতুন করে, নতুন ভাবে,
আমি আবারও মায়াতে যাবো ডুবে।
কেটে যাবে ভাবনার ঘোর,,
যখন তোমার ঠোঁট দ্বয় কপাল ছুঁইবে।
আমি হাত ধরে জিজ্ঞেস করবো,
এই কল্পনা, তোমায় ঘিরে কত জল্পনা,
আমি যে প্রচন্ডভাবে চাই তোমাকে,
এই চাওয়া খাঁটি সত্য, মিথ্যা কোন গল্প না।
(ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না)