সে শুধইলো আমারে  
এত ভালোবাসার পরে,
হইলো না কেন মোদের মিলন?
আমি বলিলাম উত্তরে -

❝সব পেলে বিরহ পোহাবো কিসে,
তুমি থাকো, হয়ে বিরহের কারণ,
বিরহে কাতর হৃদয় আমার,
ভুলবে না তোমায়,  করবে স্মরণ।

থাক না হোক মিলন,
নাইবা হোক হাতে হাত ছোঁয়া,
কল্পনায় তোমায় পাবো রোজ,
এমন অনুভূতি কি আর যায় পাওয়া।

যদি হয় সব চাওয়া পূর্ণ,
তবে রবে চাওয়ার খাতা শূন্য।
তাই না থাক সে খাতায় শূন্যতা,
থাকুক কবির জীবনে কিছু অপূর্ণতা❞