লাল বাতির শহরের রাণী,
রাতে তাদের কর্ম।
লালসায় মুনাফা বাড়ে,
পুঁজি তাহাদের চর্ম।

নিজের ইচ্ছায় নামেনি এ পথে,
স্বপ্ন ছিলো আসমান সমান।
পেটের খিদে আরও বড়,
প্রাণ বাঁচতেই গেলো সম্মান।

কেউবা নেমেছে নিজ ইচ্ছায়,
কেউবা হয়েছে প্রতারিত।
কিন্তু মাপে তাদের একি শিলায়,
সমাজ হতে বিতাড়িত।

দিনে তাদের ঘৃণা করে,
রাত হলে ছিড়ে খায়।
যারা তাদের গালি ছুড়ে,
তারাই ওদের চায়।

কেউ জানে না তাদের কথা,
তাদের হৃদয়ও কাঁদে।
কেউ কি আর কম যন্ত্রণায়,
নিজেরে বিলায় সাধে।