তোমরা মানুষ হয়েও নও শ্রেষ্ঠ,
তোমাদের নেই মানবতা,
জেনে শুনে রক্ত ঝরাও,
করো বাকহীনদের হত্যা।

আহা কি আনন্দ তোমাদের,
তোমরা করো উৎযাপন,
উৎসবের উৎসাহে মত্ত মানব,
করছে পশু পাখিদের দাফন।

পশুদেরও প্রাণ আছে,
তারাও সৃষ্টির অংশ।
তবে কেন নিচ্ছো প্রাণ?
প্রকৃতি করছো ধ্বংস।

প্রাণীদের প্রতি প্রীতি দেখাই,
না দিয়ে তাদের কষ্ট।
মানব হয়ে মানবতা ভুলে,
কিভাবে আমরা শ্রেষ্ঠ?

হৃদয়ে আনি মমতা,
মনকে করি অবিকার।
তারা নয় তুচ্ছ জীব,
তাদেরও আছে বাঁচার অধিকার।