সেদিনের এক কথা,
আমি স্টেশনে বসে একা।
ট্রেনে চরে যাবো বহুদূর,
তবে ট্রেনের নেইতো দেখা।

বসে বসে যাচ্ছে সময়,
আসছে না দেখে ট্রেন।
স্টেশন মাস্টার কে জিজ্ঞেস করলাম,
আসবে কখন এ ট্রেন একটু বলবেন?

স্টেশন মাস্টারে জবাব দিলো,
গলা করিয়া তিক্ত।
"ট্রেন আসিলে দেখতে পারবেন,
কইরেন না আর ত্যক্ত"।

চুপচাপ বসে, বসে দেখছি,
দূরে দাঁড়িয়ে ফুল-ওয়ালি একটি মেয়ে।
ফুল হাতে নিয়ে ভাবছে কি যেন,
দূর দিগন্তে তাকিয়ে।

পরনে তার ময়লা জামা,
মায়া মুখের শ্যাম বর্ণ।
নির্ঘাত এরে পরি বলতো,
ধনীর ঘরে হলে জন্ম।