এই যে মেয়ে মায়ার পাহাড়,
আশ্চর্য তার রূপের  বাহার।
স্নিগ্ধতা তার চুলের ধাঁচে,
হাওয়ার তালে উপচে নাচে।
চক্ষু যেন মেঘের আদল,
এই বুঝি ঝরবে বাদল।
ছোট সুরু তার নাসিকা,
যেন আকাশ বেয়ে নামা উল্কা।
ঠোঁট দ্বয় যেন কাঁচা গোলাপ,
মনে জাগায় ছন্দের বিলাপ।
গাল দুটি যেন গোধূলির আভা,
লাজুক লালে বাহ কি শোভা।
তুলোর মতন কোমল হস্ত,
যেন মুগ্ধতার এক বানের অস্ত্র।
পুষ্প পায়ে তার পদচারণ,
হৃদয়ে ডাকে রক্তক্ষরণ।
দেহ যেন ঢেউ তরঙ্গিণী,
নামটি তাহার স্রোতস্বিনী।