গাছের ডালে দুটি কোকিল,
কুহু সুরে গায়,
খুকু মনি টা হাটে দেখো,
ছোট দুটি পায়।

ফোকলা দাঁতের হাসি যে তাঁর,
মুক্তর মতো ঝড়ে,
ছোট দুটি হাত যে তাঁর,
কত দুষ্টমি করে।

একটু খানি বকা দিলে,
করে যে অভিমান।
কাঁদে ইনি বিনি সুরে,
মন ভোলানো গান।

আমায় দেখলে তুতলিয়ে ডাকে,
শরমে দেয় হাসি।
পাকনামিতে সেরা সে যে,
যেন বুড়ী মাসি।

গুটি গুটি পা যে দুটি,
সারা ঘরে করে বিচরণ।
এটা ওটা ধরে ভাঙ্গে,
শোনে না কারো বাড়ন।

তাঁর জন্য ঘর ভরে উঠে,
সে সবার হাসির খনি।
পিচ্চি সে খুব আদরের,
আমাদের ছোট মনি।