বিধাতা নরক চাপিছে এ সংকীর্ণ জীবনে,
বাঁচিবার তরে আর কত করবো লড়াই।
সংবরণ হয়ই না এ জীবন এর কষ্ট,
এইবারে প্রভু একটু শান্তি চাই।
কোলাহলের এ শহরে শুনি,
মিথ্যা হাসির কলরব।
মানুষ গুলো পুরছে স্বার্থের আগুনে,
কান্না সরিয়ে একটু হাসি দাও রব।
অশেষ প্রাপ্তির তীব্র কামনায় মানব,
পাওয়ার পরেও নয় কেহ তৃপ্ত,
হিংসাত্মক এ প্রজন্ম,
পরস্পরের প্রতি হচ্ছে ক্ষিপ্ত।
বিধাতা এহেন যুগের খপ্পরে জীবন,
ব্যার্থতার পদতলে পৃষ্ট,
ঘড়ি গিলেছে যাবতীয় সুখ সব,
এ সময় বড্ড নিকৃষ্ট।
প্রভু চারিদিকে দেখি আঁধার সব,
নিঃশেষ লেখা সব দেয়ালে।
আর কত বইবো এ তরী স্রোতের বিপরীতে,
এবার খোদা, দাও হাওয়া দাও মোর পালে।