আজ গোধূলি ছিল ভীষণ প্রিয়,
আকাশে ছেয়ে ছিল সোনালী রং,
মুগ্ধতার মোহজাল সে যেন,
আকাশ ধরেছে নববধূর ঢং।
বৃক্ষ, অট্টালিকা গুলো যেন অলংকার,
হচ্ছিল সোনালি আলোর প্রতিফলন,
মনে হচ্ছিলো আমি নই পৃথিবীতে,
এ যেন অন্য কোন গ্রহের তোরন।
গোধূলি বিকেলে আঁধার আসে,
আলো ডুবে সন্ধ্যা হয় আরম্ভ,
কিন্তু আজকে এসেছে অবাক নিয়ন,
আমাকে করেছে হতভম্ব।
গাছ পাতারা যেন প্রেমিকার নাক ফুল,
ঝড়ছে আলোর ঝলকানি।
এ যেন অন্য জগৎ নিয়ন,
বলছে আমাকে অলৌকিক বানী।
আমি যেন দেখছি স্নিগ্ধ স্বপ্ন,
এ কী আমার মিথ্যা ভ্রোম।
আহা প্রকৃতি কত অদ্ভুত,
মানব হৃদয় হরনে, প্রভু করেছে প্রেরণ।
আজকের এই গোধূলি অতুলনীয়,
তাহার সহিত যেন সব সুন্দর ফিকা,
আমি পরেছি তাহার প্রেমে,
আজ গোধূলি নাম স্বর্ণালিকা।