চলো হারাই দূরে কোথাও,
নির্জন নদী তীরে, কোনো বালুচরে।
পারবো না দিতে প্রসাদ তোমায়,
রাখবো ভালোবাসায় ভরা কুঁড়ে ঘরে।
আঁধার আমার জীবন খানায়,
তুমি হবে চন্দ্রা।
রোজ সকালে তোমার ডাকে,
ভাঙ্গবে আমার নিন্দ্রা।
তোমার কপালে চুম্বন এঁকে,
যাবো রোজ কাজে।
চাল ডালের বাজার নিয়ে,
ফিরবো সেই সাঁঝে।
নরম হাতে রাঁধবে তুমি,
খাবো একি পাতে, দুজনে দুজনার হাতে।
আমার বুকেতে মাথা রেখে,
ঘুমাবে রোজ রাতে।
ছুটির দিনে সাঁজাবো তোমায়,
পড়াবো নীল শাড়ি।
ঘুরতে যাবো নির্জনতায়,
সব কোলাহল ছাড়ি।
পারবো না দিতে বিলাসিতা,
টাকা করি আর অলংকার।
তবুও যদি রাজি থাকো প্রিয়,
তবে বাঁধবো সুখের সংসার।