হেমন্ত শেষে নামিলো শীতকাল,
মানুষেরা ঘুরছে যে সব গায়ে জরিয়ে শাল।
শীত প্রভাতে বিছানাতে, উষ্ণ আলিঙ্গন,
এ সুখ যেন আজীবন, পেতে চায় মন।
পথের বাঁকে বিক্রি হয়, ভাপে বানানো পিঠা,
রোজ সকালে মুখে না নিলে তা,  জীবন টাই যে বৃথা।
চারিদিকে কুয়াশায় ঢাকা, শিশিরে ভেজা ঘাস,
শীতল বাতাসে দূর হতে ভাসে, শীত শীত সুবাস।
খেজুর গাছে হাঁড়ি বেঁধে,  নামানো হয় রস,
সেই রস যেন পান করিলে,  হৃদয় হয় বশ।
শীত কালে চারিদিকে ফাঁকা, খালি ফসলি মাঠ,
বিকেল গড়ালে বাচ্চারা ছুটে,  বসায় খেলার হাট।
সন্ধ্যা নামিলে গ্রাম গুলিতে,  আঙিনায় জ্বালায় আগুন,
সেই আগুন ঘিরিয়া মানুষেরা জমায়, কত গল্পের ধুন।
নতুন ধানের নতুন চালের উরুনে বানায় আটা,
গরম তেলে ডুবিয়ে ভাজে, কত মজার পিঠা।
খেজুর রসের তেলের পিঠা, দুধ,পুলি,খীর বা পায়েস,
কাঁথা মুড়ি দিয়ে বিছানায় বসে খেতে আহা কী আয়েস।
ছেলে পুলে সব চাঁদা তুলে, করে পিকনিকের আয়োজন,
শিক্ষার্থী যায় শিক্ষা সফরে, সে কী আনন্দের ভ্রমণ।
ঠান্ডার আবেশে স্নিগ্ধ পরশে মন হয় মোহিত,
লিখতে গেলে ফুরবেনা কভু, শীতের মহিমার গীত।