ঘাস ফুলেরা ঘুমিয়ে কাতর
জরিয়ে শিশিরের শাল,
কুয়াশার চাদর সরিয়ে দেখো,
উঁকি দিচ্ছে স্নিগ্ধ সকাল।
শীতল হাওয়ার হিম লেগে,
পাখির কণ্ঠ গিয়েছে বসে।
মৌমাছিরা কাটছে সাঁতার,
খেজুর গাছের রসে।
উত্তর হতে আসে হাওয়া,
শীতল সুবাস নিয়ে।
হলুদের সাজে সেজেছে ফুলেরা,
যেন সরিষা গাছের বিয়ে।
গাছ গুলিতে পাতা ঝরছে,
যেন চুল দিয়েছে ছেঁটে ।
নদীর বুকে পরেছে ভাঁটা,
নৌকাও নেই যে ঘাটে।
সূর্যটাও তাই আসে না এ পারে,
ওপার থেকে দেয় আলো।
সাদা রঙের কুয়াশা মেখে,
হাটতে লাগে খুব ভালো।
দুপুর কালে স্নান সেরে,
আরাম দেয় সে রোদ্দুর।
বেলা গড়ালে ফিরে আসে আবার,
শীতের স্নিগ্ধ সে সুর।