ওহে শ্যামাবতী মায়ার জ্যোতি,
আহা কী টানা টানা চোখ।
কাজলেরও শোভা বাড়ায়,
পাপড়ি যেন পাখির পালক।

তোমার গোলাপী ঠোঁটের আকার ভিন্ন,
হৃদয় করে যে ছিন্ন।
গালের ভাঁজে টোল সাজে,
হাসলে হারাই ছন্ন।

মুগ্ধ তোমার কালো চুলে,
যখন  বাঁধো খোপা।
অবাক হয়ে তাকিয়ে থাকি,
হুঁশ হারিয়ে আমি বোক।

ওই মায়াবী মুগ্ধ ছবি,
প্রভুর অবসরে যত্নে আঁকা চিত্র।
তোমার পানে চাহিয়া চাহিয়া,
আরাম পায় মোর নেত্র।